বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ০৫:১২ পূর্বাহ্ন

নরসিংদী শিবপুরে পবিত্র আজিমুশ্বান ইসলামী জলসা অনুষ্ঠিত।

Reporter Name / ১৯ Time View
Update : শনিবার, ১ নভেম্বর, ২০২৫

নরসিংদী জেলা প্রতিনিধিঃ শফিউদ্দিন খন্দকার

 

শুক্রবার ৩১ অক্টোবর সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত

ধর্মীয় চেতনাকে জাগ্রত করে ইসলামি আদর্শ ভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যে নরসিংদীর শিবপুরে “পবিত্র আজিমুশ্বান ইসলামী জলসা” অনুষ্ঠিত হয়েছে।

শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে খানকায়ে মুজাদ্দেদীয়া বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফ নরসিংদী জেলা শাখা কর্মী গ্রুপ এ জলসার আয়োজন করে।

বিশ্ব জাকের মঞ্জিলের খাদেম মোঃ আলী হোসেন আকন্দের সভাপতিত্বে ও মাওলানা মোঃ মহসীন আলীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ব জাকের মঞ্জিলের খাদেম ও নরসিংদী জেলা কর্মী গ্রুপের কর্মী প্রধান মো. শফিউদ্দিন ভূঁইয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপির সহ-সভাপতি তোফাজ্জল হোসেন মাস্টার ও শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আরিফুল ইসলাম মৃধা ।
এসময় বিশ্ব জাকের মঞ্জিলের খাদেম আলহাজ্ব মাঈনুদ্দিন আহম্মদ জালালাবাদী, মুফতি মাওলানা আব্দুর রাজ্জাক ওসমানী, মুফতি মাসুদুর রহমান হামিদী, আলহাজ্ব হাফেজ মাওলানা মুফতি হাসান সিরাজী, মাওলানা জাহিদ হাসান জাকির ও মাওলানা মোঃ মহসীন আলী সহ দেশ বরেন্য ওলামায়ে কেরামগন ইসলামের দাওয়াত, নৈতিকতা, মানবকল্যাণ এবং নবী করিম (সঃ)-এর জীবনী নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনার পাশাপাশি ধর্মীয় মূল্যবোধ ও সামাজিক সম্প্রীতি রক্ষায় ইসলামই একমাত্র শান্তির পথ উল্লেখ করে খাজা বাবা ফরিদপুরির খাস মহব্বত দিলে পয়দা করে অন্তরাত্মাকে আল্লাহর নূরের তাজাল্লীতে আলোকিত করার আহ্বান জানান।

এসময় বিশ্ব জাকের মঞ্জিলের খাদেম মোঃ জসীম উদ্দিন জুয়েল, নাসিমুল গণি জুয়েল, মোঃ আবুল হোসেন, মোঃ শহীদুল্লা বাবু, মোঃ খায়রুল আলম ভুইয়া, শাহাদাত হোসেন রাজন ও মোঃ তানিন ভুইয়া সহ কয়েক সহস্রাধিক ভক্ত, আশেকান-জাকেরান ও ধর্মপ্রাণ মুসল্লিদের অংশগ্রহণে জলসাস্থল ভক্ত ও আশেকান-জাকেরানদের মিলনমেলায় পরিণত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category