সোমবার ১৫ ডিসেম্বর সকাল ০৬ঃটা ২০ মিনিটে নরসিংদী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) নরসিংদীর এসআই (নিঃ) মোবারক হোসেন সংগীয় অফিসার ফোর্সসহ চেকপোস্ট পরিচালনা করে, নরসিংদী জেলার রায়পুরা থানাধীন নরসিংদী টু রায়পুরা আঞ্চলিক সড়কে হাসনাবাদ বাজার সাকিনস্হ বটতলা জননী মেডিকেলের সামনে পাঁকা রাস্তা উপর থেকে ০৩ জন মাদক ব্যবসায়ীকে নিকট ১২ কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি সহ ৩ জন মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃতরা হলেন:
০১। সামির মিয়া (৪৩), পিতা- মৃত সামছু মিয়া, সাং-বটিবন্দ পূর্বপাড়া, থানা-রায়পুরা, জেলা- নরসিংদী,
০২। সালমা বেগম (৪০), পিতা- মৃত সুরুজ মিয়া, স্বামী কাশেম মিয়া, সাং- আমলাব পশ্চিমপাড়া, থানা- বেলাব, জেলা- নরসিংদী,
০৩। রিমা বেগম (৩০), পিতা- মৃত সুরুজ মিয়া, স্বামী মৃত সবুজ মিয়া, সাং আমলাব পশ্চিমপাড়া, থানা- বেলাব, জেলা- নরসিংদী।
এ সংক্রান্তে রায়পুরা থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।