রবিবার ১৪ ডিসেম্বর নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে, নরসিংদীর এসআই মোবারক হোসেন সঙ্গীয় ফোর্সসহ, নরসিংদী মডেল থানাধীন আলোকবালী এলাকায় মেঘনা নদীর পাড় সংলগ্ন আলোকবালী জামে মসজিদের সামনে রাস্তার উপর চেকপোস্ট ডিউটি করাকালে ১টি চোরাই মোটরসাইকেল সহ ১ জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামি হলেনঃ আতিক হাসান(১৯),পিতা-আল আমিন, সাং-বাখরনগর পশ্চিমপাড়া, থানা ও জেলা নরসিংদী।
এই সংক্রান্তে নরসিংদী মডেল থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।