শুক্রবার ০৪ এপ্রিল ২০২৫ রাজধানীর মিরপুর কালশি নতুন রাস্তা ফ্লাইওভারের উপরে রাত ৯:৪৫ মিনিটের দিকে প্রাইভেটকার ও মোটরসাইকেল সংঘর্ষে মোটরসাইকেলে থাকা ২ যুবক ফ্লাইওভার থেকে নিচে পড়ে মারা গেছে তাদের বয়স আনুমানিক (১৮) ও (১৯) বছর।
ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন
আহত অবস্থায় পথচারীরা দুই যুবককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক রাত ১১টার দিকে তাদের মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের উপ পরিদর্শক (এসআই) মো : মাসুদ আলম জানান, রাতে পথচারীরা ওই দুই যুবককে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তাদের মরদেহ মর্গে রাখা হয়েছে।