শনিবার দিবাগত রাত ২ টার সময়, নরসিংদী জেলার শিবপুর মডেল থানা পুলিশের অভিযানে ঢাকা-সিলেট মহাসড়কের কুন্দারপাড়া এলাকা থেকে ট্রাক ভর্তি ১২ টি গরুসহ ৩ জন ডাকাত কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ডাকাতরা হলেনঃ
১।আলমগীর (২৫),পিতা-মোঃ আলী,মাতা-আংগুরা বেগম, সাং-কসাইবাজার, থানা-দক্ষিণ খান, ডিএমপি ঢাকা,
২। মোঃ কুদরত আলী (৩৫),পিতা-মৃত ওহাব আলী, মাতা ছবেদা আক্তার, সাং-কুমারপুর, থানা চৌহালী, জেলা – সিরাজগঞ্জ,
৩।মোঃ ইব্রাহিম (৩৫),পিতা-মৃত দুদু মিয়া, মাতা-মৃত রাশেদা বেগম, সাং-বড় গোপালপুর, থানা- জাজিরা, জেলা-শরিয়তপুর।
উক্ত ঘটনায় শিবপুর মডেল থানার মামলা নং-১৩ রুজু করা হয়।