নরসিংদী শিবপুর প্রেসক্লাবের আগামী দুই বছর (২০২৫-২০২৭) সনের ১১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক সমকালের শিবপুর প্রতিনিধি মোঃ আসাদুজ্জামান আসাদ, সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক দেশের কন্ঠের শিবপু প্রতিনিধ মাহবুব খান।
কমিটির অন্যান্য সদস্যরা হলেনঃ সহ-সভাপতি মোমেন খান(দৈনিক আমাদের সময়), যুগ্ম সাধারণ সম্পাদক আজমল হোসেন ভূঁইয়া ( সাপ্তাহিক নরসিংদীর সময়), কোষাধ্যক্ষ ইলিয়াস হায়দার (দৈনিক তৃতীয় মাত্রা), ক্রিড়া সম্পাদক মোঃডালিম খান( ডেইলি মর্নিং গ্লোরী), প্রচার সম্পাদক আতাবুর রহমান সানি (দৈনিক নরসিংদী নবকণ্ঠ),দপ্তর সম্পাদক মোঃ রাসেল মিয়া (দৈনিক নরসিংদীর সারাদিন), সাহিত্য ও সংস্কৃতিক সম্পাদক মোঃ মাছুম মিয়া(দৈনিক গ্রামীণ দর্পণ), নির্বাহী সদস্য নুরুল ইসলাম নুরুচান (দৈনিক ইনকিলাব) ও খন্দকার আমির হোসেন (সাপ্তাহিক বাংলার প্রতিচ্ছবি)।