বৃহস্পতিবার ০৪ জুলাই দিবাগত রাতে গাইবান্ধা সেনা ক্যাম্পের মেজর ইনজামামুল আলমের নেতৃত্বে, গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌর শহরের হীরকপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এক বিশেষ অভিযানে অস্ত্র, বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও প্রযুক্তি সামগ্রী সহ ৪জন শীর্ষ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী।
হীরকপাড়ার আজাদের বসতবাড়ির পেছনের একটি স্থানে মাটি খুঁড়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
অভিযানে উদ্ধার করার সামগ্রী হল: শতাধিক পিস ইয়াবা ট্যাবলেট, দেশীয় অস্ত্র, একাধিক মোবাইল ফোন, একটি ল্যাপটপ, একটি নকল পিস্তল। এইসব সরঞ্জাম সন্ত্রাসী কর্মকান্ডে ব্যবহারের উদ্দেশ্যে সংরক্ষণ করা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।
গ্রেফতারকৃত আসামিরা হলেন, আজাদ, আসাদ, মোশারফ ও ছোটন।তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন অপরাধ কর্মকাণ্ডে জড়িত ছিল বলে জানা গেছে।আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী, তাদের বিরুদ্ধে একাধিক মামলা ও অভিযোগ রয়েছে।