শনিবার ২৬ এপ্রিল দিবাগত রাত পৌনে ১১ টার দিকে দেশের উত্তরের জেলা রংপুর মহানগরসহ জেলার বিভিন্ন উপজেলায় ঝড়ের তান্ডব চলে। কালবৈশাখী ঝড়ে উড়ে গেছে ঘরবাড়ি ও গাছপালা। জেলার গঙ্গাচড়া, তারাগঞ্জ, কাউনিয়া এবং পীরগাছা উপজেলা সহ বিভিন্ন জায়গায় ঝোড়ো হাওয়ায় ঘরবাড়ির পাশাপাশি ফসলেরও ক্ষয়ক্ষতি হয়েছে।
কয়েক মিনিটের ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে উড়ে গেছে আম,লিচু, ভুট্টা,ধান, পাটসহ উঠতি ফসলের ক্ষতি হয়েছে।
ঝড়ের স্থায়িত্ব কম হলেও কোথাও কোথাও বাতাসের বেগে ঘরবাড়ি ও গাছ- গাছালির ক্ষতির পাশাপাশি উড়ে গেছে স্থাপনা।
স্থানীয় বাসিন্দাদের দাবি, গত শনিবার রাত পৌনে ১১ টার পর থেকে থেমে থেমে কালবৈশাখী ঝড়ো হাওয়া বইতে থাকে, এতে কয়েকটি উপজেলার শতাধিকের বেশি ঘরবাড়ি বিধ্বস্ত হয়ে গেছে। কৃষি বিভাগ ও আবহাওয়া অধিদপ্তর এখন পর্যন্ত ক্ষতির পরিমাণ জানায় নি।