সোমবার ০৭ এপ্রিল ২০২৫ দুপুর ১টার দিকে ঝালকাঠি শহরের গুরুধাম খালে গোসল করতে নেমে মাহাদী(১৩) নামে মাদ্রাসার ছাত্র নিখোঁজ হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ঝালোকাঠি ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোঃ শফিকুল ইসলাম।
নিখোঁজ মাহাদী নথুল্লাবাদ এলাকার লাটিমসার গ্রামের আব্দুর রহমানের ছেলে। তারা ঝালকাঠির কৃষ্ণকাঠি এলাকায় ভাড়া বাসায় থাকেন।
প্রত্যক্ষদর্শীরা জানান,মাহাদি স্থানীয় একটি মাদ্রাসার ছাত্র। দুপুরের দিকে কয়েকজন বন্ধুর সঙ্গে গুরুধাম খালে গোসল করতে নামে। এক পর্যায়ে মাহাদী পানিতে তলিয়ে যায়। বন্ধুরা অনেক চেষ্টা করেও তাকে উদ্ধার করতে পারেনি। পরে তারা স্থানীয়দের খবর দেয়।
ফায়ার সার্ভিস এর স্টেশন অফিসার মোঃ শফিকুল ইসলাম আরও বলেন, ঝালকাঠি ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল গঠনাস্থলে পৌঁছে উদ্বার অভিযান শুরু করে।তবে শেষ খবর পা পর্যন্ত নিখোঁজ মাহাদীর কোন সন্ধান পাওয়া যায়নি।